Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মেয়র লোকমান হত্যা মামলা- আসামি মোবাকে কারাগারে প্রেরণ

সরকার আদম আলী নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 

৪ দিন রিমান্ড শেষে বহুল আলোচিত লোকমান হত্যা মামলার একমাত্র পলাতক আসামি মোবারক হোসেন মোবা কে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ কোন প্রকার স্বীকারোক্তি বা নতুন করে কোনো রিমান্ড আবেদন ছাড়াই তাকে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আসামি মোবারক হোসেন মোবার আইনজীবী এডভোকেট আব্দুল আউয়াল আসামি মোবার জামিন আবেদন জানান আদালতে। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুবা কে গ্রেফতার করার পর লোকমান হত্যা মামলার কোনো আসামি আর আইনী প্রক্রিয়ার বাইরে নেই। বর্তমানে মামলাটি হাই কোর্টের অ্যাপিলেট ডিভিশনে শুনানির অপেক্ষায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ