বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : আজ ১ নভেম্বর। নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ১ নভেম্বর রাতে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। হত্যাকাÐের পর নিহত লোকমানের ছোট ভাই নরসিংদীর বর্তমান পৌরমেয়র কামরুজ্জামান কামরুল বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু, মন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদ, নরসিংদী শহর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, তার ছোট ভাই আশরাফুল ইসলাম সরকার, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন মোবা, বিএনপি নেতা তারেক আহমেদ তারেকসহ ১৪ জনকে আসামি করা হয়। এই মামলা তদন্ত করে জেলা গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত চলাকালে প্রায় সব আসামিই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান। বিদেশে পালিয়ে যায় শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন মোবা। সে এখন দুবাই শহরে অবস্থান করছে। পুলিশ তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার কথা বললেও অদ্যাবধি এ ব্যাপারে কোনো অগ্রগতির কথা জানা যায়নি। পরে মাস দেড়েক তদন্ত শেষে পুলিশ এজাহারভুক্ত আসামি আব্দুল মতিন সরকার, তার ভাই আশরাফুল ইসলাম সরকার, মোবারক হোসেন মোবা, এজাহারবহির্ভূত আসামি শরীফ, ইসু সরকারসহ কয়েকজনকে আসামি করে একটি চার্জশিট দাখিল করে। এতে মামলার বাদি আদালতে নারাজি পিটিশন দাখিল করলে আদালত তা অগ্রাহ্য করেন। পরে মামলাটি হাইকোর্টে রিভিশনের আবেদন জানান মামলার বাদি ও বর্তমান পৌরমেয়র কামরুজ্জামান কামরুল। সেই থেকে দীর্ঘ ৪ বছরাধিককাল সময় ধরে মামলাটি হাইকোর্টে পড়ে রয়েছে। এ ব্যাপারে বাদি পক্ষের আইনজীবী অ্যাড: আসাদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে মেয়র লোকমান হত্যাকাÐের বিচারের জন্য তার স্ত্রী তামান্না নুসরাত বুবলী প্রায়ই ফেসবুকে দাবি জানিয়ে চলছেন। লোকমানের মৃত্যুর সময় তার ছেলে সালফির বয়স ছিল এক-দেড় বছর এবং তার মেয়ে নাজার বয়স ছিল ৫ বছর। তারা দু’জনেই এখন পিতার মৃত্যু সম্পর্কে জেনেছে। তারাও ফেসবুকে তাদের পিতার হত্যার বিচার দাবি করছে। কিন্তু দীর্ঘ ৫ বছরেও লোকমান হত্যাকাÐের বিচার হচ্ছে না। কেন হচ্ছে না এ নিয়ে শহরের জনমনে চলছে বিভিন্নমুখী আলোচনা ও সমালোচনা। এদিকে ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগ ও লোকমান ফাউন্ডেশন ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।