মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত বিশ্ব প্রত্যাখ্যান করেছে। পুরো দুনিয়াজুড়ে তার নীতি বিরোধিতার মুখে পড়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রাক্কালে শনিবার কয়েক হাজার শিক্ষার্থীর সামনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন খামেনী। তার ওই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেন, মার্কিন সমর্থিত শাহকে হটিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে তার আধিপত্য জোরদারে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রর লক্ষ্য হচ্ছে ১৯৭৯ সালের আগে ইরানে তাদের যে আধিপত্য ছিল, সেটি পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। গত ৪০ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রের কাছে পরাজিত হয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক যুদ্ধ চালানোর পাশাপাশি নিজেদের গণমাধ্যমকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। রয়টার্স, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।