রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাককে অবিলম্বে অপসারন ও তদন্তের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং মামলার বাদীর নিরাপত্তা বিধানের দাবিতে সচেতন ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যা-কার্ড অংশ নেন। অবিলম্বে তাদের তিনটি যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানান শিক্ষার্থীরা। গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুব্রত ভৌমিক, ফাহাদ, রায়হান, রিতু আক্তার, নুসরাত জাহান সিয়াম প্রমুখ।
মানববন্ধনে ফাহাদ বলেন, গত ৮ অক্টোবর রাত ২.৩০ মিনিটে কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা, সমন বা কোনো অভিযোগ ছাড়াই জাহিদুল ইসলাম স্বপনকে দুইজন মেহমানসহ আটক করে থানায় নিয়ে অমানষিক শারিরীক নির্যাতন চালায়। শুধু একটি পক্ষ থেকে বেআইনি সুবিধা পেয়ে এ জগন্য অন্যায় করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম ও এসআই সাধন বসাক। পরে স্বপন মারাত্মক অসুস্থ হলে তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে থানায় নিয়ে রশিতে ঝুলিয়ে পুনরায় মারধর করে এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। সচেতন ছাত্রসমাজ পুলিশের এমন অপেশাদার আচরণের তীব্র নিন্দা ও দোষী পুলিশ সদস্যদের অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সুব্রত ভৌমিক বলেন, নিউজ, অডিও শেয়ার করছি। ওসি ও এসআইকে অপসারণ করা না হলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনে যাবে। মানববন্ধনে সচেতন ছাত্রসমাজের পক্ষে নুসরাত জাহান সিয়ামও তিনটি দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।