Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের সেমি নিশ্চিত

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল তারা সোনালী ব্যাংককে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এর আগে ওয়ারী এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়ে সেমির পথে এগিয়ে ছিলো সাদাকালোরা। কাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মোহামেডান ৭-১ গোলে বিধ্বস্ত করে সোনালী ব্যাংককে। বিজয়ী দলের হয়ে রুবেল হোসেন, রাসেল মাহমুদ জিমি ও দ্বীন ইসলাম দু’টি করে এবং কামরুজ্জামান রানা একটি গোল করেন। সোনালী ব্যাংকের অজিত একটি গোল শোধ দেন। একই দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবও। তারা ৫-০ গোলে হারায় ওয়ারী ক্লাবকে। বিজয়ী দলের বেলাল ও সোহেল দু’টি করে এবং হোসেন মোবারক সুমন একটি গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডানের সেমি নিশ্চিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ