Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন থেকে ২০০ কোচ আনছে রেলওয়ে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৬:৪৩ পিএম

চীনা কোম্পানির কাছ থেকে ৯২৭ কোটি ৫১ লাখ ৬৯ হাজার টাকা (৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ডলার) ব্যয়ে ২০০টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারিয়ার ( কোচ) কিনছে বাংলাদেশ রেলওয়ে।

আজ রোববার রাজধানীর রেলভবনে চীনের সিআরআরসি সিফাং কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সিআরআরসি সিফাং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেন জিয়ানপেং ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মৃণাল কান্তি বণিক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি অনুযায়ী কোম্পানিটি ২০ থেকে ২৭ মাসের মধ্যে সবগুলো কোচ সরবরাহ করবে। টেন্ডারার্স ফাইনান্সের মাধ্যমে কোচগুলো সংগ্রহ করা হচ্ছে।

এ সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক, রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এ সরকারের মেয়াদে ২৭০টি কোচ রেল বহরে যোগ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আরও ২০০টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ কোচ এ বছরের শেষ নাগাদ আসতে শুরু করবে। এছাড়া কোরিয়া থেকে ৫০টি মিটার গেজ কোচ এবং পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে ১০০টি মিটার গেজ কোচ আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

রেলমন্ত্রী বলেন, সরকারের চলতি মেয়াদে ৪৬টি ইঞ্জিন আনা হয়েছে। ৭০টি ইঞ্জিন কোরিয়ার হুন্দাই কোম্পানি সরবরাহ করবে। এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়নে ৪০টি ইঞ্জিন আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মুজিবুল হক বলেন, অবহেলিত রেলখাতকে নতুন করে সাজাতে সরকার কাজ করছে। কাজ অনেকখানি এগিয়ে গেছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন হবে। বর্তমানের তুলনায় অধিক হারে রেলওয়ের মাধ্যমে যাত্রীদের সেবা দেয়া সম্ভব হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ