Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৪:০৫ পিএম

শনিবার মিসরীয় বিমান বাহিনির একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এই বিমানটির নির্মাতা। এই কোম্পানিটি সামরিক ও বেসামরিক বিমান নির্মাণ কোম্পানিগুলোকে সমন্বয় করে। খবর আরআইএ।
মিসরের সেনাবাহিনী যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির চালক নিরাপদ রয়েছেন। প্রশিক্ষণে মিগ-২৯ বিধ্বস্তের বিষয়ে কোম্পানিটির তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সালের এক চুক্তি অনুসারে মিসরকে ৪৬টি মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ