Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেটি হোমসের বাগদান নিয়ে গুজব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অভিনেতা জেমি ফক্সের সঙ্গে কেটি হোমস প্রেম করছে এটি এখন সর্বজন জ্ঞাত খবর। তবে তাদের বিয়ে নিয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছে না। কেটির বাঁ হাতের অনামিকায় একটি আংটি দেখা যাবার পর অনেকে বলতে শুরু করেছে তাদের বাগদান হয়ে গেছে সুতরাং বিয়ে সমাসন্ন। গত সপ্তাহেই প্রথম তার আঙুলে আংটিটি দেখা গেছে। নিউ অরলিন্সে শুটিংয়ের অবকাশে তাকে আংটি পরিহিত এবং হাস্যময় দেখা গেছে। পক্ষান্তরে কেটির এক মুখপাত্র জানিয়েছে সেটি কোনও বাগদানের আংটি নয়। এই মুখপাত্র বলেছে, “জেরি ও’কনেল অভিনীত চলচ্চিত্রের কাল্পনিক বাগদত্তকে ছাড়া কেটির কারও সঙ্গে বাগদান হয়নি।” হোমস বর্তমানে ‘দ্য সিক্রেট’ নামের উপন্যাস অবলম্বনে নির্মীয়মাণ একই নামের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন। কেটি হোমস ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত অভিনেতা টম ক্রুজের ঘর করেছেন; সুরি নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩’র আগস্ট থেকে তিনি জেমি ফক্সের সঙ্গে প্রেম করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ