Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পানিবিদ্যুত উৎপাদনে এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৮:৪৬ পিএম

পানিবিদ্যুত উৎপাদনে এশিয়ায় সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। আর সর্বার শীর্ষে আছে চীন। এরপরেই আছে ভারত ও জাপান। ২০১৭ সাল থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম পানিবিদ্যুত উৎপন্ন হয়েছে বাংলাদেশে এমন এই রিপোর্ট প্রকাশ করেছে নয়া দিল্লিভিত্তিক ডাটালিডস। এতে বলা হয়েছে, বাংলাদেশে পানিবিদ্যুত উৎপাদন হয় ২৩০ মেগাওয়াট। আর নেপালে উৎপন্ন হয় হয় ৯৬৮ মেগাওয়াট। এর ফলে সবার নিচে বাংলাদেশ এবং তার এক ধাপ উপরে অবস্থান নেপালের। তবে আরো প্রকল্প গ্রহণের মাধ্যমে তারা আরো বেশি উৎপাদন সক্ষমতা অর্জনের জন্য কাজ করছে।

ডাটালিডস বলেছে, এ বিষয়ে ইন্টারন্যাশনাল হাইড্রোপাওয়ার এসোসিয়েশন নতুন রিপোর্ট প্রকাশ করেছে। এর নাম দেয়া হয়েছে ‘২০১৮ হাইড্রোপাওয়ার স্ট্যাটাস রিপোর্ট’। এতে বলা হয়েছে, বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। তাতে ভুটানে দরজিলাং-এ পানিবিদ্যুত প্রকল্পে সমর্থন প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পটি ১১২৫ মেগাওয়াটের। এখানে উৎপাদিত বিদ্যুত ভারত ও বাংলাদেশে রপ্তানি করার কথা। তবে বাংলাদেশে পানিবিদ্যুত উৎপাদন আগের তুলনায় পরিবর্তন হয় নি। ওই রিপোর্ট অনুযায়ী, চীনের সঙ্গে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো বছরে সর্বোচ্চ পরিমাণে পানিবিদ্যুত উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চলেছে। এর মধ্য দিয়ে তারা সর্বোচ্চ পরিমাণে বিদ্যুত শেয়ার করছে। ২০১৭ সালে এ অঞ্চলে যে পরিমাণ বিদ্যুত যুক্ত হয়েছে তার শতকরা ৯০ ভাগেরও বেশি এসেছে চীন থেকে। তারা তাদের মোট উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে ৩৪১১৯০ মেগাওয়াট।

এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। সেখানে উৎপাদন দাঁড়িয়েছে ৪৯৯০৫ মেগাওয়াট। তারপরেই রয়েছে ভারত। তাদের উৎপাদন সক্ষমতা জাপানের প্রায় কাছাকাছি। ভারতের উৎপাদন সক্ষমতা ৪৯৩৮২ মেগাওয়াট। এর মধ্যে সিকিমে তিস্তা তৃতীয় প্রকল্প থেকে আসে ১২০০ মেগাওয়াট। ওই প্রতিবেদনে ভিয়েতনামের অবস্থান তৃতীয়। তাদের সক্ষমতা ১৬৬৭৯ মেগাওয়াট। পাকিস্তানের সক্ষমতা ৭৪৭৭ মেগাওয়াট। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায়ও বর্ধিতহারে পানিবিদ্যুত উৎপাদন সক্ষমতা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিবিদ্যুত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ