মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের ধর্মীয় নেতা সামি উল-হক নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আফগানিস্তানের চরমপন্থি আন্দোলনের নেতাদের গুরু হওয়ায় তাকে ‘ফাদার অব তালেবান’ বলা হয়। সামি উল-হকের ছেলে হামিদুল হকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। মাওলানা হামিদুল হক বলেন, নিজের রুমে বিশ্রাম নেবার সময় তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি বলেন, আমার বাবার চালক হাক্কানি বাড়ির বাইরে যান। ফিরে এসে দেখেন, রক্তের মধ্যে শুয়ে আছেন মাওলানা সামি। সে আর বেঁচে নেই। সামির মৃত্যুতে আশপাশের এলাকায় হামলা চালিয়েছে তার সমর্থকরা। এদিকে সামি উল-হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামি নেতাকে হারিয়েছে। ৮৩ বছর বয়সী সুপরিচিত এই ধর্মীয় নেতা দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি মাদরাসা চালান। খাইবার পাখতুনখাওয়া আকোরা খাত্তাকে সামির ওই মাদরাসার নাম দারুল উলুম হাক্কানি। তবে তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্তে¡ও সামির মাদরাসা পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত। সামি উল-হক পাকিস্তান পার্লামেন্টের সিনেটরও ছিলেন। প্রথম দফায় ১৯৮৫ থেকে ১৯৫১ সাল এবং পরে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান পার্লামেন্টের সিনেটর ছিলেন। ডন, আল-আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।