মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেআইনি ভাবে কেউ দেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে পুলিশের দিকে পাথর ছুড়লে পাল্টা জবাব গুলির মাধ্যমে দেবেন। শরণার্থী প্রশ্নে মেক্সিকো সীমান্ত বাহিনীকে এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে হাজার হাজার শরণার্থী মিছিল করে ঢুকছে। তারাই ‘হিংস্রভাবে বারবার’ মেক্সিকোর পুলিশের দিকে পাথর ছুড়ছে বলে দাবি ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, আমরা এটা চলতে দিতে পারি না। ওরা আমাদের বাহিনীর দিকে পাথর ছুড়লে, আমাদের বাহিনীও পাল্টা জবাব দেবে। আমি ওদের বলেছি, পাথরকে রাইফেল মনে করুন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।