Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমীর খসরুর মুক্তির দাবি চবি শিক্ষকদের

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৩:৫৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। আজ (শনিবার) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দপ্তর সম্পাদক মুহাম্মদ যাকারিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে শিক্ষক নেতৃবৃৃন্দ সাবেক মন্ত্রী আমীর খসরুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলটি ‘রাজনৈতিক এবং হয়রানিমূলক’ উল্লেখ করে অনতিবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন, সামজিক ন্যায় বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে সরকার নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অজুহাত তৈরি করে মামলা দিয়ে তাদের কারাগারে বন্দি করা হচ্ছে।
শিক্ষক নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বর্তমান অবৈধ সরকারের অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। তাই সরকারের নীল নকশার অংশ হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর মত একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে আমীর খসরুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বিরোধী দল-মতকে গায়ের জোরে স্তব্ধ করার নীতি চলমান আন্দোলনকে দমন করতে পারবে না। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দেশপ্রেমিক জনগণ তাদের দাবি আদায় করবে।
পৃথক এক বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর এস এম. নছরুল কদির ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ বিবৃতিদাতা অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ হচ্ছেন ড. মোহাম্মদ আল-ফোরকান, ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ড. মোঃ আব্দুল মান্নান, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ মেজবাউল আলম, এ জি এম নিয়াজ উদ্দিন, জাকিয়া রেহানা, ড. মু. জাফর উল্লাহ্ তালুকদার, ড. শেখ বখতিয়ার উদ্দিন, ড. শেখ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. এ, কে. এম. মাহফুজুল হক, ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, ড. মোঃ শাহাদাত হোসেন, ড. জহুরুল আলম, ড. মোহাম্মদ সামছুদ্দোহা, ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ড. মো: আমান উল্লাহ, ড. মোঃ সিরাজ উদ্দীন, মোহাম্মদ আলম চৌধুরী, ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, ড. জাহেদ হোসাইন সিকদার, ড. হোসেন জামাল, ড. মোজাফফর আহমদ চৌধুরী, ড. মোহাম্মদ আলী চৌধুরী, ড. মো: মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. মোঃ এম মারুফ হোসেন, ড. মোহাম্মদ কামাল হোসাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ