বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলখানায় জাতীয় চার নেতা হত্যা মামলায় পলাতক আসামিরা যেখানেই থাকুক তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশে এনেই রায় কার্যকর করা হবে।
গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার আসামিরা একই। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়ায় পাঁচ খুনিকে ফাঁসি দেয়া হয়েছে। জেলহত্যা মামলার আসামিদেরও দন্ডাদেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি সম্মেলনে মন্ত্রী বলেন, যারা পলাতক তাদের আমরা খুঁজছি। তাদের দেশে এনে রায় কার্যকর করবই আমরা। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।
জেলহত্যা মামলার সাজাপ্রাপ্তদের রায় কার্যকর হচ্ছে না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রায় কার্যকর করা হচ্ছে না এটার সাথে আমি একমত না। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলা আর জেল হত্যা মামলা এ দুটো মামলার আসামি যারা তারা একই। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়ায় তাদের সেই পাঁচজন খুনির দন্ডাদেশ আমরা কার্যকর করেছি। তার মধ্যে দিয়ে জেল হত্যা মামলার আসামিরও দন্ডাদেশ কার্যকর হয়েছে। দ্বিতীয়ত এখনও যাদেরকে পাওয়া যায়নি তাদেরকে আমরা শুধু খুঁজছি না, আমি দৃঢ়ভাবে বলতে চাই তাদেরকে এনে এ রায় আমরা কার্যকর করবই, ইনশাআল্লাহ। রাতের সংলাপ নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি আইনমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।