মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে চালক ও নারী যাত্রীর মারামারির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ইয়াংশি নদীতে পড়ে যাওয়ায় ১৫ জন নিহত হয়েছেন। উদ্ধারকৃত বাসের ব্ল্যাক-বক্স রেকর্ডিং ডিভাইস থেকে এ তথ্য জানা য়ায়।
থেকে জানা যায়, চীনের চংকিং শহরে ৪৮ বছর নারীযাত্রী লিউ রেগে গিয়ে তার হাতে থাকা সেলফোন দিয়ে চালকের মাথায় আঘাত করেন। যখন সে আবার তাকে আঘাত করল, চালক পালটা আঘাত করতে গিয়ে হঠাৎ স্টিয়ারিং হুইলটি বামে পরিণত করে, সেতুর পাশে রেলিংয় ভেঙে ইয়াংশি নদীতে পড়ে যায়। বাসে থাকা ১৫ যাত্রীর সবাই এই দুর্ঘটনায় মারা যায়।
উদ্ধারকৃত বক্সের ভিডিও ক্লিপটিতে বাস পড়ে যাওয়ার আগ মুহূর্তে যাত্রীদের আর্তনাদ শোনা যায়। তদন্ত কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিও ক্লিপটি মুক্তির ফলে মারাত্মক দুর্ঘটনার পেছনের রহস্যের অবসান ঘটেছে। প্রকাশিত তদন্ত প্রতিবেদন চীনের গণমাধ্যমে প্রকাশিত হলে এনিয়ে হৈচৈ পড়ে যায় দেশজুড়ে।
তদন্তকারী কতৃপক্ষ এক প্রতিবেদনে জানায়, বুধবার রাতে বাসটি নদী থেকে তোলা হয়। এদিন বাসটি থেকে ব্ল্যাক-বক্স রেকর্ডিং ডিভাইস উদ্ধার করা হয় এবং তা স্থানীয় সরকারি নিরাপত্তা ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে।
বাসটি ছোট এবং নদীর পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজ পরিচালনা করা খুবই কঠিন ছিল বলে জানা যায়। এই দুর্ঘটনায় ঝাও হু নামের একজন আইনজীবী বলেছেন, বাস অপারেটর এবং চালকের সঙ্গে মারামারি করা এই নারীর পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবার অধিকার আছে নিহতদের পরিবারের। সূত্র: সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।