Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে তুরষ্কের নতুন সিরিয়াল এইযেল

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দীপ্ত টিভিতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তুরস্কের ধারাবাহিক নাটক সুলতান সুলেমান। প্রায় তিন বছর ধরেই সিরিয়ালটি ছিল দর্শকের কাছে সেরা পছন্দের সিরিয়াল। অটোমান সাম্রাজ্যের অধিপতি সুলতান সুলেমানের বংশধরকে নিয়ে নির্মিত এ সিরিজটি শিঘ্রই শেষ হচ্ছে। এই সিরিয়ালের জায়গায় চ্যানেলটি প্রচার করবে তুরষ্কের আরেক জনপ্রিয় সিরিয়াল ‘এইযেল’। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় জুয়াড়ি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মেগাসিরিয়াল। গল্পে ওমর নামের এক সাদামাটা ছেলেকে তার ঘনিষ্ঠ বন্ধু ও ভালোবাসার মেয়েটি ছলনা করে ফাঁদে ফেলে। হঠাৎ একদিন ঘুম ভেঙে জানতে পারে, সে একটি দুর্ধর্ষ ডাকাতি ও খুনের দায়ে অভিযুক্ত। অতঃপর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঘটনাক্রমে সে জেল থেকে পালাতে সক্ষম হয় এবং তার বন্ধু আলি, জেঙ্গিজ ও প্রেমিকা এইশানের ওপর প্রতিশোধ নিতে ফিরে আসে অন্য নামে। সিরিয়ালটি শুক্রবার ছাড়া প্রচার হবে প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০ মিনিটে।



 

Show all comments
  • আজাহার উল্লাহ ৬ মার্চ, ২০১৯, ৮:৫৭ পিএম says : 0
    আমি এইযেল নিয়মিত দর্শক কিন্তু বিভিন্ন কারণে এইযেল66 থেকে73 পর্ব দেখতে পারি নাই ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরষ্ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ