প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রচার শুরুর পর থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে বাংলায় ডাবিংকৃত তুর্কি মেগা সিরিয়াল ‘জান্নাত’। রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে সিরিয়ালটি। জান্নাতের কাহিনী ‘সুলতান সুলেমান’-এর মতো ইতিহাস নির্ভর নয়। এটি এ সময়ের গল্প। ২০১৭ সালে নির্মিত ‘জান্নাত’ প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে। পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। এটি নির্মাণ করা হয় তুমুল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনী অবলম্বনে। কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেন য়ু জি-ওয়োন। কাহিনি রচনা করেন কিম ইয়োন-শিন। ‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্লাটফর্ম ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্লাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়ার তত্তাবধান করছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ‘ভি থ্রী কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’। ভি থ্রি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আরও পর্ব প্রচারের সঙ্গে সঙ্গে দর্শক প্রতিক্রিয়া আরও বাড়বে বলে মনে করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।