Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিথ্রো থেকে নেশাগ্রস্ত জাপানি পাইলট আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ৭:৩০ পিএম

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করায় এক জাপানি পাইলটকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। গত ২৮ অক্টোবর গ্রেফতারের পর শ্বাস পরীক্ষায় তিনি তার এটি ধরা পড়ে। জাপান এয়ারলাইন্স এই ঘটনায় ক্ষমা চেয়েছে। এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছে তারা।
হিথ্রো বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট ছাড়ার সময় শ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন সে পাইলট। বৈধ পর্যায় থেকে নয় গুণ বেশি অ্যালকোহল ছিল সে পাইলটের রক্তে। তার রক্তে প্রতি ১০০ মিলি লিটারে ১৮৯ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। বৃহস্পতিবার প্রথম দফায় তাকে অক্সব্রিজের একটি ম্যাজিস্ট্রেট আদালত দোষী সাব্যস্ত করেছে।
এ ধরনের অপরাধে এর আগে একজন ব্রিটিশ পাইলটের এর আগে আট মাসের কারাদণ্ড হয়। এখন জাপানি পাইলটকে কি সাজা দেয়া হয় তা চূড়ান্ত রায়ের পর জানা যাবে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাইলট আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ