Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ৩৮শ’ কোটি ডলার ব্যয় করবেন ওবামা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএর জন্য ৩৮০০ কোটি ডলার অনুমোদন করেছেন। ২০২০ সাল পর্যন্ত তৎপরতা চালানোর খাতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। মার্কিন জবাবদিহিতা দফতর বা জিএওর প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। অবশ্য জিএওর ১৭ ফেব্রুয়ারির প্রতিবেদনে বর্তমানে বিরাজমান ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় এমডিএ তৎপরতার কার্যকারিতা নিয়ে প্রশ তোলা হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমানে এমডিএর তৎপরতা কতোটা কার্যকর তা যাচাই করা সম্ভব নয়। গত আট বছরে শুধুমাত্র একবারই লক্ষবস্তুতে আঘাত হানতে ছুটে আসা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় সফল হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিএমডিএস। এ ব্যবস্থা তৈরি করেছে এমডিএ। বিএমডিএস উন্নয়ন এবং মোতায়েন খাতে বিএমডিকে ২০০২ সাল পর্যন্ত ১২ কোটি ৩০ লাখ ডলার দেয়া হয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ৩৮শ’ কোটি ডলার ব্যয় করবেন ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ