Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএনএফ চুক্তির ওপর মস্কোর গুরুত্বারোপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

রাশিয়া বুধবার ন্যাটো-রাশিয়া পরিষদের বৈঠকে ইউরোপের নিরাপত্তা রক্ষায় বিদ্যমান ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় তুলে ধরে। এ জোটের রাশিয়া মিশন একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ‘ইউরোপীয় ও বিশ্ব স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আইএনএফ চুক্তির গুরুত্বের বিষয় তুলে ধরে রুশ প্রতিনিধি দল।’ ন্যাটো-রাশিয়া পরিষদের আলোচ্য সূচিতে আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাব্য বিষয়টি থাকবে এমন কথা এর আগে কোন পক্ষই নিশ্চিত করেনি। রাশিয়া মিশন জানায়, এ বৈঠকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা হ্রাসের অপরিহার্যতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর বেশি জোর দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ৩১ অক্টোবর ন্যাটো-রাশিয়া পরিষদের বৈঠকে মস্কো ও ন্যাটোর মধ্যে সামরিক উত্তেজনা হ্রাস এবং ‘ট্রিডেন্ট জাঙ্কচার-২০১৮’ ও ‘ভস্তক-২০১৮’ মহড়া বিষয়ে তথ্য বিনিময়সহ ভয়াবহ বিভিন্ন ঘটনা প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ