Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৬ বছরে ৯৮% নম্বর পেয়ে প্রথম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুঝার জেলার মাত্তম গ্রামের বাসিন্দা কারতিয়ানিয়াম্মা কৃষ্ণপিল্লাই। তার এখন বয়স ৯৬ বছর। এই বয়সে তিনি যা করেছেন তা অকল্পনীয়। রীতিমতো বিস্ময়েরও। কেরালা সাক্ষরতা মিশন কর্তৃপক্ষের পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৮ শতাংশ নম্বর। একইসঙ্গে তিনিই হয়েছেন প্রথম। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণপিল্লাই কোনো দিন স্কুলে যাননি। বাড়ির আশপাশের মন্দিরগুলোতে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। সাক্ষরতা মিশনের ‘অক্ষরালক্ষম’ প্রকল্পের মাধ্যমে তার পড়াশোনা শুরু। তারই চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষায় প্রথম হলেন কারতিয়ানিয়াম্মা। মিশনের অধীনে চতুর্থ, সপ্তম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সমতূল্য পরীক্ষায় মোট ৪৩ হাজার ৩৩০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯৩৩ জন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯৮% নম্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ