Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষক রিয়াজ হত্যায় ফাঁসি ১, যাবজ্জীবন ৬ জনের

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ২:৪৭ পিএম
কিশোরগঞ্জের তাড়াইলের কৃষক রিয়াজ উদ্দিন হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করে।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লু মিয়া তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
 
যাবজ্জীবন সাজায় দণ্ডিতরা হলেন- একই গ্রামের তৌহিদ মিয়া, কামাল মিয়া, ইসহাক মিয়া, চান মিয়া, অহিদ মিয়া ও আলী আকবর।
 
পূর্বশত্রুতা ও একটি মোবাইলফোন চুরিকে কেন্দ্র করে তাড়াইলের ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামে ২০০৮ সালের ১৫ জুন দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে পরের দিন ভোরে কৃষক রিয়াজ উদ্দিনকে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন জবাই করে হত্যা করে।
 
এ ঘটনায় ওই দিনই নিহত কৃষকের ভাই শরিফ উদ্দিন খোকন বাদী হয়ে তাড়াইল থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে সিআইডি তদন্ত করে। সিআইডির পরিদর্শক মোল্লা মো. শাহজাহান ২০১২ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ