Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে : পাকিস্তান

ভারতের কাছে অস্ত্র বিক্রি বেড়ে যাওয়ায় জাতিসংঘে সমালোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের কাছে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের অস্ত্র বিক্রির হার বেড়ে যাওয়ায় জাতিসংঘে এটা নিয়ে সমালোচনা করেছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, এই সিদ্ধান্ত দেশগুলোর ‘দ্বিমুখী নীতির’ প্রকাশ এবং এটা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে। জাতিসংঘে পাকিস্তান মিশনের ফার্স্ট সেক্রেটারি জেহাঞ্জেব খান সোমবার জেনারেল অ্যাসেম্বলি কমিটিতে এক বিতর্কের সময় বলেন, “দক্ষিণ এশিয়ার ব্যাপারে যে দ্বিমুখী নীতি, যেটা সংকীর্ণ কৌশলগত, রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে গড়ে উঠেছে, সেটার ইতি টানতে হবে”। তিনি ভারতের নাম উল্লেখ করেননি বা যে দেশগুলো ভারতের কাছে অস্ত্র বিক্রি করছে, তাদের নামও নেননি। কিন্তু যে প্রেক্ষাপটি তিনি কথাটি বলেছেন, তাতে তার বক্তব্যের অর্থ পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কারভাবেই দক্ষিণ এশিয়ায় ভারতের দিকে ইঙ্গিত করে খান বলেন, “একটি রাষ্ট্রের সামরিক ব্যায় অন্য রাষ্ট্রগুলোর সকলের তুলনায় অনেক বেশি ছাড়িয়ে গেছে” এবং এটা “এ অঞ্চলের ভারসাম্য নষ্ট করতে পারে এবং সেখানে অস্থিতিশীলতা উসকে দিতে পারে”। তিনি আরও বলেন, “বিশেষ করে উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে কনভেনশনাল অস্ত্রের সরবরাহ বাড়ানোর কারণে ইসলামাবাদ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ এটা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিঘ্ন ঘটাতে পারে”। তিনি বলেন, “পাকিস্তান তার দিক থেকে দক্ষিণ এশিয়ায় কৌশলগত নিয়ন্ত্রণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা হলো প্রতিরক্ষা বাহিনীর শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা। তবে তিনি বলেননি পাকিস্তান কিভাবে কনভেনশনাল শক্তির ভারসাম্য রক্ষা করবে, যেখানে ভারতের সাথে তাদের অনেক অর্থনৈতিক বৈপরিত্য রয়েছে। তাছাড়া ভারতকে যেহেতু চীনের বিষয়টিও বিবেচনায় নিতে হয়, সেটির প্রসঙ্গও তিনি উল্লেখ করেননি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ