পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ৪টায় সাক্ষাত করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন ইনকিলাবকে এ তথ্য জানান। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এসময় নির্বাচনের সার্বিক প্রস্ততিও তুলে ধরবেন প্রধান নিবাচন কমিশনার।
জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত থাকবেন।
এর আগে ইসি সচিব জানান, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর আরেকটি কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে। ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। এই দিন থেকে আগামী ৯০ দিনের মধ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
বুধবার নির্বাচন কমিশন সচিব জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।