Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ভর্তিচ্ছুকে যৌন হয়রানির অভিযোগ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ৫:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ সেশনে সি-১ ইউনিটের চারুকলা বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার হয়রানির শিকার ভর্তিচ্ছু ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত নাসিম ঐশ্বর্য চারুকলা বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আবাসিক ছাত্র। অভিযোগ পত্র ওই ছাত্রী উল্লেখ করেন, ‘আমি ঐশ্বর্যের কাছে ড্রয়িং শিখি। সে হিসেবে আমি ২৯ অক্টোবর ড্রয়িং শিখতে আসি। আসার পর ঐশ্বর্য আমাকে বলেন ফিগার আঁকতে হলে নিরব জায়গায় যেতে হবে। এ কথা বলে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি আমাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করতে থাকেন। তিনি বারবার আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেন। আমি নিষেধ করার পর সে আমাকে বলে এটাই শেখানোর নিয়ম। এরপর ঐশ্বর্য তার শরীরের গোপনাঙ্গ দেখিয়ে ছবি আঁকতে বলে। এমন পরিস্থিতিতে আমি বাবা ফোন করেছে, এমন অজুহাতে সেখান থেকে চলে আসি।এ ব্যাপারে অভিযুক্ত নাসিম ঐশ্বর্যের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি আসলে মানসিকভাবে দূর্বল ছিলাম। আমার বিরুদ্ধে সকল অভিযোগ স্বীকার করছি। আমি আমার দূর্বলতার জন্য সকলের নিকট ক্ষমাপ্রার্থী। এছাড়া আমি ওই ছাত্রীর কাছেও ক্ষমা চেয়েছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিকদার মো. জুলকারনাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তবে ছাত্রী চাইলে রাষ্ট্রীয় আইনের আশ্রয় নিতে পারে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তিচ্ছুদের পড়ানোর কোন নিয়ম নেই। সে ভর্তিচ্ছুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়িয়ে আরো একটি নিয়ম ভঙ্গ করেছে। আর যারা এ নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক এম. এম. ময়েজ উদ্দিন বলেন, ‘ঘটনাটি জেনেছি। এটি আমার বিভাগের জন্য লজ্জাজনক। প্রক্টর বরাবর সেই ভর্তিচ্ছু লিখিত অভিযোগ দিয়েছে বলে জেনেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন হয়রানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ