Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কে এই সোলারি?

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পুরো নাম সান্তিয়াগো হার্নান সোলারি পোগিও। জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। ফুটবলে পেশাদারী ক্যারিয়ার শুরু স্বদেশী ক্লাব রিভার প্লেটে। সেখান থেকে ১৯৯৯ সালে যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। পরের মৌসুমে অ্যাটলেটিকো লিগ থেকে অবনমন হয়। তবে তার যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন ছিল না। যে কারণে তাকে কিনে নেয় রিয়াল। লস ব্ল্যাঙ্কোস দলে ছিলেন ২০০৫ সাল পর্যন্ত। সেখানে ১৪৮ শ্যাচের ক্যারিয়ারে সতীর্থ হিসেবে পান লুইস ফিগো, জিনেদিন জিদান, রবার্তো কার্লোস, রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, রোনালদো, মাইকেল ওয়েন, ডেভিড বেকহামের মত তারকাদের। তাদের ভিড়ে অনেকটা আড়ালেই ছিলেন সোলারি। এসময় রিয়ালের হয়ে জেতেন সম্ভব্য প্রায় সব ক্লাব শিরোপাই। সেখান থেকে ইন্টার মিলানে ছিলেন তিন মৌসুম। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বড় কোন টুর্নামেন্টে না খেললেও ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রিয়াল যুবা দলের দায়ীত্বে আসেন ২০১৩ সালে। এরপর জিদান মূল দলের দায়ীত্বে আসলে পদন্নতি পেয়ে ‘বি’ দলের দায়ীত্বে আসেন সোলারি। জিদানের মত একই উপায়ে এবার আসলেন মূল দলের দায়ীত্বেও। তবে জিদানের মত তিনিও স্থায়ীভাবে নিয়োগ পাবেন কিনা, আর পেলেও কতটা সফল হবেন এমন প্রশ্নের উত্তর ভবিষ্যতের কাছেই ছেড়ে দিতে হচ্ছে। রিয়ালের সংস্কৃতি ও তাকে নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে নিশ্চয় ভালমত অবগত সোলারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোলারি

১৩ নভেম্বর, ২০১৮
৩১ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ