Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়া যেতে কোন খরচ লাগবে না নেপালি শ্রমিকদের

শ্রম চুক্তি সই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

নেপাল শ্রমিক সরবরাহের ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে। সোমবার নেপালের শ্রমমন্ত্রী গোকারানা বিসতা ও সফররত মালেশিয়ান মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান কাঠমান্ডুতে এই চুক্তিতে সই করেন। এখন থেকে মালয়েশিয়াগামী অভিবাসী শ্রমিকদের কোন ফি দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকর্তা বিমানভাড়া, ভিসা ফি ও মেডিকেল চেকআপ ফি বহন করবে। কুয়ালালামপুরে অবতরণ করার পর ৬ ঘণ্টার মধ্যে নির্ধারিত গন্তব্যে শ্রমিকদের নিয়ে যাওয়ার দায়িত্বও মালয়েশিয়ান কোম্পানির।
নতুন চুক্তি অনুযায়ী নেপালি শ্রমিকদের লেভিও দিতে হবে না। তবে তাদের নিয়োগের মেয়াদ তিন বছর থেকে কমিয়ে দুই করা হয়েছে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নিয়োগকর্তা শ্রমিকদের পাওনা তার ব্যাঙ্ক একাউন্টে জমা দেবেন। অন্যান্য সুবিধার মধ্যে বোনাস ও ওভার টাইমের পরিমাণ মালয়েশিয়ান সরকারের নির্ধারিত সর্বনিম্ন অংকের চেয়ে কম হবে না। নারী শ্রমিকদের ব্যাপারে বাড়তি নিরাপত্তা দিতে রাজি হয়েছেন কর্মকর্তারা। নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্ব নিয়োগকর্তার। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রম চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ