মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপাল শ্রমিক সরবরাহের ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে। সোমবার নেপালের শ্রমমন্ত্রী গোকারানা বিসতা ও সফররত মালেশিয়ান মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান কাঠমান্ডুতে এই চুক্তিতে সই করেন। এখন থেকে মালয়েশিয়াগামী অভিবাসী শ্রমিকদের কোন ফি দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকর্তা বিমানভাড়া, ভিসা ফি ও মেডিকেল চেকআপ ফি বহন করবে। কুয়ালালামপুরে অবতরণ করার পর ৬ ঘণ্টার মধ্যে নির্ধারিত গন্তব্যে শ্রমিকদের নিয়ে যাওয়ার দায়িত্বও মালয়েশিয়ান কোম্পানির।
নতুন চুক্তি অনুযায়ী নেপালি শ্রমিকদের লেভিও দিতে হবে না। তবে তাদের নিয়োগের মেয়াদ তিন বছর থেকে কমিয়ে দুই করা হয়েছে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নিয়োগকর্তা শ্রমিকদের পাওনা তার ব্যাঙ্ক একাউন্টে জমা দেবেন। অন্যান্য সুবিধার মধ্যে বোনাস ও ওভার টাইমের পরিমাণ মালয়েশিয়ান সরকারের নির্ধারিত সর্বনিম্ন অংকের চেয়ে কম হবে না। নারী শ্রমিকদের ব্যাপারে বাড়তি নিরাপত্তা দিতে রাজি হয়েছেন কর্মকর্তারা। নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্ব নিয়োগকর্তার। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।