Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে ৫,২০০ সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

অভিবাসীবাহী একটি কারাভান মেক্সিকোর ভিতর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে চলার খবরে মেক্সিকো সীমান্তে পাঁচ হাজার ২০০ সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকো সীমান্তে প্রত্যাশার চেয়েও বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন বিষয়ে নিজের অবস্থান আরও কঠোর করলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ডের প্রধান জেনারেল টেরেন্স ও’শনেসি জানিয়েছেন, ইতোমধ্যেই ৮০০ মার্কিন সেনা টেক্সাস সীমান্তের পথে রয়েছে এবং আরও সেনা ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। “সীমান্ত নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা, প্রেসিডেন্ট এটি পরিষ্কার করে দিয়েছেন,” বলেছেন এই জেনারেল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মেক্সিকো সীমান্তে ৮০০ থেকে এক হাজার সেনা মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছিলেন। সেনাদের কিছু অংশের কাছে অস্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন ও’শনেসি; তবে মার্কিন মিলিটারি পুলিশ ছাড়া আর কাদের অস্ত্রের প্রয়োজন হতে পারে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স। সেনারা সীমান্তে পুলিশের ভূমিকা পালন করবে না বলে জোর দিয়ে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা তাঁবু খাটিয়ে ও ব্যারিকেড দিয়ে এবং মার্কিন কাস্টম কর্মকর্তাদের সীমান্ত বরাবর অবস্থান কোথায় হবে তা খুঁজতে সহায়তা করবে বলে জানিয়েছেন তারা। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। এবার মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের কারাভান যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে এই ইস্যু ব্যবহার করেও ট্রাম্প দেশটির মধ্যবর্তী নির্বাচনের নিজ দল রিপাবলিকান পার্টির সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ