প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালনায় নির্মিত হয়েছিল ‘পোড়ামন’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইমন-মাহি। সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় এ বছর নির্মিত হয় সিনেমাটির সিক্যুয়াল পোড়ামন টু। তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এতে জুটি হন সিয়াম-পূজা। এ সিনেমাটিও ব্যবসা সফল হয়। এবার এ সিনেমার তৃতীয় সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ইতোমধ্যে ‘পোড়ামন থ্রি’ নির্মাণের জন্য গল্প নিয়ে কাজ চলছে। একটি গল্প লিখেছেন রায়হান রাফি। সেটা বেশ ভালো লেগেছে। অন্যদিকে শাহ আলম সরকারও একটি গল্প শুনিয়েছেন। আমার অসম্ভব ভালো লেগেছে। এ দুটি গল্পের যে কোনো একটি নিয়ে পোড়ামন-৩ নির্মাণের পরিকল্পনা করছি। এ সিনেমার জন্য একদম নতুন মুখ লাগবে। নতুন ধরনের গল্প থাকবে। যা মানুষ আগে কখনও দেখেনি। সেই গল্পে প্রেম, ট্রাজেডি এবং কমেডি থাকবে। এতসব আয়োজন করা একটু কঠিন কাজ। তবে আমরা এখন বেশ দক্ষ। তাই মনে করি খুব শিগগিরই কাজ শুরু করতে পারব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।