প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্ক বøকবাস্টার সিনেমাস হলে ‘পোড়ামন-২’কে ঘিরে সন্ধ্যায় বসেছিল জমকালো তারকামেলা। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির সাফল্য উপলক্ষে গেট টুগেদার পার্টি ও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভি মোগল খ্যাত চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেতা বাপ্পারাজ, ওমর সানী, অমিত হাসান, জাহিদ হাসান শোভন, শাহরিয়ার নাজিম জয়, সাইদ বাবু, কমল, সিয়াম, রোশন, নমনী, সামির, অভিনেত্রী মৌসুমী, শাবনূর, বাঁধন, টয়া, পূজা, হৃদি শেখসহ একঝাঁক তারকা আর সাংবাদিক-আমন্ত্রিত অতিথিসহ অনেকে। মুভি মোগল খ্যাত প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান সিনেমাটির ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের সিনেমা বেশি করে নির্মিত হলে দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। ভালো সিনেমা নির্মাণে দরকার জোড়ালো গল্প এবং দক্ষ টিমওয়ার্ক। আমার বিশ্বাস পোড়ামন-২ সিনেমাটি সব শ্রেণীর দর্শকের কাছে নন্দিত হবে। একটি মানসম্মত সিনেমা উপহার দেয়ায় জন্য জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে ধন্যবাদ জানান তিনি। পরিচালক রায়হান রাফি এবং নবাগত জুটি সিয়াম ও পূজার অভিনয়ের প্রশংসা করেন। নতুন হলেও তাদের নজরকাড়া অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।