Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে পাক সেনাবাহিনীর সদর দফতরে ভারতের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ৪:৪৮ পিএম

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের খুইরাট্টা এবং সামানি এলাকায় পাক সেনা বাহিনীর প্রশাসনিক সদর দফতরে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু-কাশ্মিরের পুঞ্চ এবং ঝালাস অঞ্চলে ভারতীয় সেনা ক্যাম্প লক্ষ্য করে পাকিস্তানি সেনাদের হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ অক্টোবর পুঞ্চ এলাকায় ব্রিগেড সদর দফতরসহ সেনা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাক সেনারা। এর জবাবে পাক সেনাবাহিনীর প্রশাসনিক সদর দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সীমান্ত এলাকার গ্রামবাসীরা পাক সেনাবাহিনীর দফতর থেকে ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন। তাছাড়া পাক-অধিকৃত কাশ্মির থেকে পাওয়া তথ্য থেকেও জানা গেছে যে, ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনাবাহিনীর দফতর। তবে নিয়ন্ত্রণরেখার কাছে পাক-অধিকৃত কাশ্মিরের হাজিরা, বান্ডি গোপালপুর, নিকিয়াল, সামানি ও খুইরাট্টার জনবসতি অঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, ২০১৭ সালে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ১৩৮ জন সেনা নিহত হন। তবে ২০১৮ সালে পাকিস্তান ফের সংঘর্ষবিরতির আবেদন জানায়। ফলে তাদের হতাহতের সংখ্যা কিছুটা কমে। তারা জানিয়েছে, ২১ অক্টোবর সুন্দরবনি সেক্টরে পাক সেনার ব্যাট বাহিনীর দুই সদস্য নিহত হয়। তাদের দেহ নেয়নি পাকিস্তান।
২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে হামলার পর পাক-অধিকৃত কাশ্মিরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। এতে পাকিস্তানকে রীতিমতো শিক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু তারপরেও কাশ্মিরে জঙ্গি হামলা বা পাক হামলা কোনওটাই কমেনি। সম্প্রতি শ্রীনগরের পান্থা চকে বিএসএফের গাড়িতে জঙ্গি হানায় আহত হয়েছেন পাঁচ জওয়ান। একের পর এক হামলার ফলে ক্রমশ প্রশ্নের মুখে মোদী সরকারের পাকিস্তান ও কাশ্মীর নীতি। সার্জিকাল স্ট্রাইকের ভিডিয়ো প্রকাশ করে পাকিস্তানকে কতটা ‘শিক্ষা’ দেওয়া গিয়েছে তা বোঝানোর চেষ্টা করেছিল সরকার। রাজনীতিকদের একাংশের মতে, এ ক্ষেত্রেও হামলার ফুটেজ প্রকাশ করে বিরূপ সমালোচনা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। সূত্র: টিওআই।



 

Show all comments
  • faruk ৩০ অক্টোবর, ২০১৮, ৫:২২ পিএম says : 0
    tit for tat
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ