Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঞ্জিনবিহীন ট্রেন চালু ভারতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইঞ্জিন ছাড়াই চলবে ট্রেন। তাও ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে। সোমবার এই ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি তৈরি করছে খরচ পড়েছে ১০০ কোটি রুপি। এতে বলা হয়, আন্তঃনগর এই ট্রেনটির কোড নাম দেয়া হয়েছে ‘ট্রেন ১৮’। ভারতীয় রেললাইন বিষয়ক জেনারেল ম্যানেজার এস মানি সংবাদ সংস্থা আইএএনএস’কে বলেছেন, এটি সোমবার থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। দু’মাসের মতো সময় দুই থেকে তিনটি সেক্টরের মধ্যে পরীক্ষামুলকভাবে চলবে এ ট্রেন। যদি ফল সন্তোষজনক হয় তাহলে এ ট্রেনটিকে যাত্রীসেবায় ব্যবহার করা হবে। যদি তা করা যায় তাহলে ভারতীয় রেল নেটওয়ার্কে শতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্থানে এই ট্রেন-১৮কে চালানো হবে। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইঞ্জিনবিহীন ট্রেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ