Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হেনস্থা, সুহেলের চুক্তি শেষ করছে টাটা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

যৌন হেনস্থার অভিযোগ ওঠায় ‘হাউসফুল ৪’ ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন বলিপাড়ার নানা পাটেকর। একই অভিযোগে বিদ্ধ হয়ে ওই ছবিরই পরিচালকের দায়িত্ব থেকে সরেছেন সাজিদ খানও। এমনকি যৌন হেনস্থার অভিযোগ ওঠায় শেষমেশ ইস্তফা দিতে হয়েছে এম জে আকবরকেও। এবার সেই অভিযোগেই বিদ্ধ হয়ে বিপাকে সুহেল শেঠ। মি২ ক্যাম্পেইনের জেরে এবার সুহেল শেঠের সঙ্গে টাটা সন্সের চুক্তির মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন সংস্থার এক মুখপাত্র। আগামী মাসের ৩০ তারিখ শেষ হচ্ছে ওই চুক্তি। উল্লেখ্য, সুহেলের বিরুদ্ধে মি২ প্রচারে শরিক হয়েছেন ৫ জন মহিলা। যাঁদের মধ্যে রয়েছেন মডেল ডায়ন্দ্রা সোয়ার্স, পরিচালক নাতাশা রাঠোর ও লেখিকা ইরা ত্রিবেদী। সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই টাটা গোষ্ঠীর ওই সংস্থা এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ