Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া ও অসৎ রিপোর্টিং সমস্যা তৈরি করছে

ফের সংবাদমাধ্যমকে একহাত নিলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ফের সংবাদমাধ্যমকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, রিপাবলিকান ও রক্ষণশীলদের এবং আমাকে দোষারোপ করতে ফেক নিউজগুলো (মূল ধারার মার্কিন সংবাদমাধ্যম) তাদের যাবতীয় শক্তি নিয়োগ করেছে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই বিভাজন ও ঘৃণা চলে আসছে। প্রকৃতপক্ষে তাদের ভুয়া ও অসৎ রিপোর্টিং তাদের ধারণার চেয়েও অনেক বেশি সমস্যা তৈরি করছে! ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টাকে ট্রাম্প বলে বসেন, ‘আপনি ফেক নিউজ’! এরপর টুইটারে বারবার এই শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি। ইতোপূর্বে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বলা ছাড়াও সাংবাদিকদের তিনি ‘জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন। সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এমন ‘নোংরা যুদ্ধের’ প্রতিবাদে গত আগস্টে একাত্ম হয় যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম। মার্কিন দৈনিক দ্য বোস্টন গ্লোব ওই সমন্বিত ক্যাম্পেইনের ডাক দেয়। এতে সাড়া দিয়ে একযোগে ট্রাম্পবিরোধী সম্পাদকীয় প্রকাশ করে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম। এসব সম্পাদকীয়তে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে প্রচারণা চালানো হয়। এই প্রচারণার নাম দেওয়া হয় ‘ফ্রি প্রেস ক্যাম্পেইন’। প্রচারণায় ‘এনিমি অব নান’ নামের একটি হ্যাশট্যাগও যুক্ত করা হয়। বোস্টন গ্লোবের সম্পাদকীয়তে শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’। এতে উল্লেখ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি ২০০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকান মূলনীতিগুলোর মধ্যে একটি। কিন্তু এ বিষয়টি এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ