Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয় -পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ৪:২০ পিএম

পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না পাকিস্তান। তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি একটি বিমান অবতরণের খবর নাকচ করে দেন। খবর দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

প্রেসিডেন্ট রোববার তুরস্কে তিন দিনের সফরে যাওয়ার আগে ইসলামাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি বিমান পাকিস্তানে অবতরণের খবরকে ‘ভিত্তিহীন এবং মিথ্যা’ বলে অভিহিত করেন।

খবরে বলা হয়, প্রচলিত প্রথা ভেঙে কোনো ধরনের নিরাপত্তা প্রোটোকল ছাড়াই বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন লাইনে দাঁড়ান আলভি।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের আমন্ত্রণে ইস্তাম্বুল সফর করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে তুরস্কের নতুন একটি বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি এরদোয়ান ও বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আলভি।

উল্লেখ্য, পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে ইসরায়েলি বিমান অবতরণ করেছে বলে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, অবতরণের পর সেখানে প্রায় ১০ ঘণ্টা কাটিয়ে পরে ইসরায়েলে ফিরে যায় ওই বিমান। বিমানের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার এ তথ্য প্রকাশ করে।

তবে পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা অথবা দেশের যেকোনো বিমানবন্দরে ইসরায়েলি বিমান অবতরণের খবর প্রত্যাখ্যান করে বলে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তারপর প্রেসিডেন্ট আলভিও তা নাকচ করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ