নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোঃ স্বাধীন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার বেলা ১টার দিকে উপজেলার কয়াপাড়া-কুশুম্বা সড়কের আরজিনারপুর শহিদুল ইসলামের ইটভাটা সংলগ্ন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র এবং উপজেলার পারকালিকাপুর গ্রামের আলম হোসেন প্রামানিকের ছেলে।
দুর্ঘটনায় একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র ও দোসতি গ্রামের এনামুল হকের ছেলে মিলন হোসেন (১৭) সড়কের উপর ছিঁটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় বেলা আড়াই টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ি থেকে টিভিএস মোটরবাইকে করে কুশুম্বা মসজিদের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাটে মোবাইল কোর্ট বসেছে শুনে পারকালিকাপুর ঘাট পার হয়ে কয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে কুশুম্বা যাবার সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্বাধীন হোসেন নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।
মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।