Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ আর জঙ্গিবাদ চায় না

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, এ দেশের মানুষ আর জঙ্গিবাদ চায় না। শেখ হাসিনার সরকার এদেশ থেকে জঙ্গীবাদকে নির্মূূল করার জন্য কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য শেখ হাসিনা বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমান সরকারের ১০ বছরে সারা দেশে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর আর কোন সরকারের আমলে হয়নি। বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রমান রয়েছে।
তিনি মাদক ব্যবসায়ীদেরকে হুশিয়ারী দিয়ে বলেন, যারা এখন এ ব্যবসার সাথে জড়িত আছেন সময় আছে এ ব্যবসা ছেড়ে দেন। নইলে আপনাদের বিপদ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমরা সেই লক্ষ নিয়ে কাজ করছি। মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু সমাজের শত্রু। মাদকের হাত থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদককে এই দেশ থেকে দূর করবোই।
গতকাল রবিবার বিকেলে পত্মীতলার নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পত্মীতলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ