Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সফরে বাড়ছে ম্যাচ

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১৪ সালে বাংলাদেশ সফরে পূর্নাঙ্গ সিরিজ খেলেনি ভারত। ওই সফরে ২টি টেস্টের পরিবর্তে ১টি টেস্ট খেলেছে ভারত মূলত: অবশিস্ট টেস্ট খেলতে দেশের মাটিতে বাংলাদেশ দলকে আতিথ্য দিতে। টেস্ট আঙিনায় পা দেয়ার ১৬তম বর্ষে এসে ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এ খবর নুতন নয়। এ বছরের আগস্টে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দলকে আতিথ্য দেয়ার কথা ভারতের। তবে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে ফাঁকা শ্লটটি আছে ভারতের, ওই সফরে টেস্টের সঙ্গে অন্য ফররমেটের ম্যাচ যুক্ত করার আবেদন জানিয়ে বিসিসিআই’র তরফ থেকে আশ্বাস্ত হয়েছে বিসিবি। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র সভায় যোগ দিয়ে বিসিসিআই সেক্রেটারী অনুরাগ ঠাকুর সে আশ্বাসই দিয়েছেন বিসিবিকে। এ তথ্যই দিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘ আমাদের অনুরোধকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে বিসিসিআই। এই সফরে বাড়তে পারে ম্যাচ, আপাতত: এই আশ্বাস পেয়েছি।’
টেস্টের বাইরে ম্যাচ বাড়লে বোনাস ম্যাচের সংখ্যাটা হবে একাধিক, তেমন আভাসই দিয়েছেন বিসিবি সিইওÑ‘ ৩ ম্যাচের ওডিআই সিরিজ,অথবা ৩ ম্যাচের টি-২০ সিরিজ, আমরা এই দু’টি ২টি বিকল্প প্রস্তাব দিয়েছি। বিসিসিআই সেক্রেটারী বলেছেন দেখা যাক আমরা কতোটা করতে পারি।’ আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, আপাতত: এটাই ভারতের জন্য সুবিধাজনক শ্লট। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে টেস্ট ম্যাচের পাশাপাশি অন্য একটি সিরিজে ভারত ক্রিকেটারদের নামিয়ে দেয়া কতোটা যুক্তিসংগত, তা নিয়ে ভাবছে বিসিসিআই। তবে ভারত সফরে টেস্টের সঙ্গে শেষ পর্যন্ত অন্য ফরমেটের সিরিজ যুক্ত হলে সফরটি যেতে পারে পিছিয়ে, আবার ২ ধাপে সফরটি হতে পারে, এমন আভাসও দিয়েছে বিসিবি সিইওÑ‘ এখন পর্যন্ত আগস্টেই এক মাত্র টেস্টটি নির্ধারিত আছে। আগস্টের শেষ দিকে ভারতের বেশিরভাগ ভেন্যুতে বৈরি আবহাওয়া থাকে, সে জন্যই টেস্ট আয়োজনে সুবিধাজনক ভেন্যু খোঁজার পাশাপাশি সফরটি পিছিয়ে দেয়ার কথাও ভাবছে বিসিসিআই। সফরটি হতে পারে ২ ধাপে, প্রথম ধাপে টেস্ট খেলে ফিরে আসবে ক্রিকেট দল। পরের ধাপে ওয়ানডে অথবা টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এমন সম্ভাবনাও আছে। বিসিসিআই বলছে সব কিছু ওয়ার্ক আউট করে ওরা জানাবে আমাদেরকে।’ তবে ২ ধাপে সফর শেষ পর্যন্ত নির্ধারন হলে তার জন্য সময়ের ব্যবধান খুব বড় হবে না। এ বছরের মধ্যেই নির্ধারিত টেস্ট ছাড়াও সীমিত ওভারের বোনাস ম্যাচের সিরিজ খেলতে ভারতের আতিথ্য পাবে বাংলাদেশ, এমনটাই ধারনা করছেন বিসিবি সিইও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত সফরে বাড়ছে ম্যাচ

২৯ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ