Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলগাজীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, বাংলাদেশে আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে আপনারা সুচিন্তিত মতামত ও সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে সারা বিশ্বে এই জাতিকে উন্নত জাতি হিসেবে আবারো চেনার সুযোগ পাবে। গত শনিবার রাতে ফুলগাজীর মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুম মাঈন উদ্দিন মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ হারুন মজুমদারের সভাপতিত্বে মুন্সিরহাট খেলোয়াড কল্যাণ সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ও হাবের সাবেক মহাসচিব আলহাজ শেখ আবদুল্লাহ, ফেনী জেলা আ.লীগের সহ-সভাপতি রুহুল আমিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন। এ সময় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, ক্রীড়ামোদী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ডিসপ্লে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ