Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় সিপিআই (এম)’র মিছিলে হামলা, আহত ২০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাফাল যুদ্ধবিমান নিয়ে তদন্তের দাবি করে শনিবার সকালে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল ‘জন একতা অধিকারী মঞ্চ’। সেই মিছিলে আকস্মিক হামলায় আহত হলেন ২০ জন সিপিআই (এম) কর্মী। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশের জেলা সুপারিন্টেন্ডেন্ট জল সং মীনা ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকদের জানিয়েছেন, সিপিআই (এম) সমর্থকেরাই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। সিপিআইএম-এর দলীয় কার্যালয় থেকেই শনিবার সকালে শুরু হয়েছিল মিছিল। কাছেই এক থানার পাশ দিয়ে ফিরতি পথে জনা পঁচিশেক লোক মিছিল লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি। সিপিআইএম বিলোনিয়া বিভাগের সভাপতি তাপস দত্ত জানিয়েছেন, “বিজেপি সমর্থকেরাই হামলার জন্য দায়ী। আমরা রাফাল চুক্তি নিয়ে নিরপেক্ষ তদন্তের, এবং প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি”। সিপিআইএম-এর অভিযোগ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র অশোক সিনহা বলেন, বামেদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিত্তিহীন দোষারোপের অভ্যেস রয়েছে। কোনোরকম হিংসাত্মক ঘটনায় মদত না দেওয়াই বিজেপি-র আদর্শ। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিআই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ