Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালের জালে মার্জিয়াদের গোলউৎসব

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এক ম্যাচে সবই দেখা হলো। নেপালের বিপক্ষে বড় জয়। দু’টি হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্স। এ সবই ছিলো এএফসি অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের খেলায়। নেপালকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল তাজিকিস্তানের রাজধানি দুশানবেতে অনুষ্ঠিত গ্রæপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে হারায় নেপালী মেয়েদের। অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনির জোড়া হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। এছাড়া তহুরা খাতুন দু’টি এবং সাজেদা খাতুন একটি গোল করেন। জায়ান্টদের একের পর এক পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। ভারতের (৩-১ গোল) পর এবার তাদের কাছে ধরাশায়ী হলো হিমালয় কণ্যারা। বড় জয় তুলে নিয়েই গ্রæপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাল ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রেখে খেলতে থাকেন মার্জিয়ারা। গোল উৎসবের শুরু ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই। অধিনায়ক মার্জিয়ার গোল দিয়ে শুরু, শেষটাও হয়েছে তার গোলেই। ২, ১৪ ও ৬৭ মিনিটে তিনটি গোল করে অধিনায়কোচিত খেলা উপহার দেন মার্জিয়া। অনুচিং মগিনি ১৭, ২৮ ও ৩৮ মিনিটে তিনটি গোল করেন। আগের ম্যাচে দু’গোল করা তহুরা খাতুন এ ম্যাচের দু’গোল করেন ৬২ ও ৬৫ গোল করেন। এছাড়া ম্যাচের ৩৩ মিনিটে সাজেদা খাতুন একটি গোল করেন। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থাকলেও গোল ক্ষুধার কমতি ছিল না তহুরাদের। দ্বিতীয়ার্দে আর তিনটি গোল করে বাংলাদেশকে বড় জয় এনে দেন লাল সবুজের মেয়েরা। লাল সবুজের মেয়েদের মুহুর্মূহ আক্রমণে দিশেহারা নেপালী মেয়েরা কোন সুযোগই পায়নি গোল করার। শনিবার একই স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন মার্জিয়ারা। প্রতিপক্ষ তাজিকিস্তান কিংবা ভুটান। বলে রাখা ভালো, ভুটানকে এর আগেও ১৬-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। গেল এই টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এবারও লক্ষ্য অভিন্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপালের জালে মার্জিয়াদের গোলউৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ