Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

এবারও স্পন্সর ইস্পাহানি

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চলতি মৌসুমের চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লীগ আজ থেকে মাঠে গড়াচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও স্পন্সর হচ্ছে ইস্পাহানী গ্রæপ অব কোম্পানি। এবারের আসরে ১২টি দল অংশ নিচ্ছে এবং সরাসরি লিগ পদ্ধতিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর জানিয়েছেন এ তথ্য। উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন শহীদ শাহজাহান সংঘ মুক্তিযোদ্ধা কেসি লাল দলের বিরুদ্ধে খেলবে। লিগের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সাংবাদিক সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রæপের জেনারেল ম্যানেজার মিনহাজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৬ বছর যাবত চট্টগ্রাম খেলাধুলার উন্নয়নের জন্য ইস্পাহানি গ্রæপ আর্থিক সহায়তা দিয়ে আসছে। এবার সিজেকেএস’র ১৭ লাখ টাকা বাজেটের মধ্যে আমরা ৯ লাখ টাকা দিচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের সহায়তা অব্যাহত থাকবে। সিজেকেএস’র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। এবারের লিগকে আকর্ষণীয় করতে বহিরাগত খেলোয়াড়ের কোটায় প্রিমিয়ার লীগের ৭ জন খেলোয়াড় তালিকাভুক্ত করতে পারবে। যে কোন ম্যাচে খেলতে পারবে বহিরাগত সর্বোচ্চ ৩ জন খেলোয়াড়। কোন বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া জাতীয় দল, ঢাকা প্রিমিয়ার লীগ এবং ঢাকা প্রথম বিভাগে অংশগ্রহণকারী সর্বোচ্চ ৫ জন পুলভুক্ত খেলোয়াড়কে দলে দলভুক্ত করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারও স্পন্সর ইস্পাহানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ