Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১৩ শ্রমিকের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৪:৩৮ পিএম

চীনে একটি কয়লা খনি ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন খনি শ্রমিক। পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ে রবিবার সকালে এ খনি ধসের ঘটনায় আরও ৮ শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
জরুরি উদ্ধারকারী সদরদপ্তরের কর্মকর্তারা জানান, খনিটির উভয় প্রান্তে কয়লা ধসের ঘটনায় সেখানকার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। সুড়ঙ্গটির প্রায় ৭৪ মিটার গভীরে আরও অন্তত আট জন শ্রমিক এখনও আটকা পড়ে আছেন।
সংবাদে আরও বলা হয়, উদ্ধারকর্মীরা ইতোমধ্যে সুড়ঙ্গটি থেকে প্রায় ৪২ মিটার পর্যন্ত কয়লা অপসারণ করে ফেলেছে। তাছাড়া এর উভয় প্রান্ত দিয়ে অবশিষ্ট প্রায় ৩২ মিটার কয়লা অপসারণের কাজ অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লঙ্গিউন কোল মাইন কোম্পানি লিমিটেডের এই কয়লাখনিতে দুর্ঘটনা ঘটে। সে সময় স্থানটিতে মোট ২২ জন শ্রমিক আটকা পড়ে। পরে তাৎক্ষণিক এক শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়লাখনি দুর্ঘটনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ