Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:৩৩ এএম

টেকনাফে ইয়াবা কারবারী ও সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়াগেছে।

নিহত দুইজনের নাম হাসান আলী ও মো. কামাল বলে জানাগেছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় এঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এঘটনায় পুলিশের উপ পরিদশর্ক রাজু আহমেদ, সহকারী উপ পরিদশর্ক মিঠুন চন্দ্র ভৌমিক ও কনেস্টবলল ইব্রাহীম গুলিবিদ্ধসহ পাঁচজন
আহত হয়েছেন।

জানাগেছে, পুলিশের নিয়মিত টহল দেওয়ার সময় ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গোলাগুলির শব্দ শুনতে পায়।

এসময় পুলিশ ঘটনাস্থলের দিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ, ৬টি অস্ত্র, ২০থেকে ৩০ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ