Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ লাখ রোগীতে ১ ডাক্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

দেশের প্রায় ১৭ কোটি জনসংখ্যার মধ্যে প্রতি চারজন পূর্ণ বয়স্ক মানুষের একজন অর্থাৎ ২৫ শতাংশ মানুষ মাংসপেশী, হাড় জনিত ও বিভিন্ন স্নায়ুরোগে ভুগছে। অথচ প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র একজন ফিজিয়াট্রিস্ট রয়েছেন। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফিজিয়াট্রি ডে উপলক্ষে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশনের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় তারা এ কথা জানান।
সভায় বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. তছলিম উদ্দিন, প্রফেসর ডা. মো. এ কে এম সালেক, প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রফেসর শামসুন্নাহার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সোহেলী রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন’র সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা জানান, বর্তমানে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের ৫টিতে ফিজিয়াট্রিস্ট বিভাগ রয়েছে। প্রতিটি জেলায় ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ তৈরি করা প্রয়োজন। তারা বলেন, শুধুমাত্র একজন ফিজিয়াট্রিস্টই পারেন অক্ষম ব্যক্তিদের সার্বিক উন্নতির মাধ্যমে কর্মক্ষম করতে এবং রোগীর সামগ্রিক চিকিৎসার নির্দেশনা দিতে। ফিজিয়াট্রিস্টরা সার্বিক রোগ নির্ণয় করেন এবং ওষুধের পাশাপাশি অন্যান্য মডালিটি ব্যবহার করে সহযোগী দক্ষ জনবল নিয়ে গঠিত রিহ্যাব টিমের মাধ্যমে পরিপূর্ণ চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন কার্যক্রম পরিচালনা করে থাকেন। এমনকি রিহ্যাব টিম গঠনের মাধ্যমে ফিজিয়াট্রিস্টরা বাতব্যথা রোগ, পক্ষাঘাতগ্রস্তসহ অন্যান্য ধরণের আঘাত প্রাপ্ত অক্ষম রোগীদের শারীরিক মানসিক এবং সামাজিক পুনর্বাসন করে থাকেন।
বক্তারা বলেন, বর্তমানে ফিজিয়াট্রিস্টরা আরও আধুনিক ও উন্নত চিকিৎসা যেমন স্টেম সেল থেরাপি, ওজন থেরাপি, পিআরপি থেরাপি এবং রোবটিক্স করছেন। এর ফলে বিভিন্ন জটিল রোগ অপারেশন ছাড়াই ভালো করা সম্ভব হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ