Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের কোন মানুষ গৃহহারা থাকবেনা -প্রধানমন্ত্রী

স্বপ্নের ঠিকানা আবাসন পল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ৫:৪৬ পিএম | আপডেট : ৫:৫৪ পিএম, ২৭ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের আর কোন মানুষ গৃহহারা থাকবেনা। কোন ছেলে মেয়ে অশিক্ষিত থাকবেনা। সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সবার কর্ম সংস্থানের তৈরি হবে। কোন মানুষ রোগে ভুগে মারা যাবেনা। শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীর নিশানবাড়িয়ায় ১৩২০ মেগাওয়ার্ড পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত স্বপ্নের ঠিকানা নামের আবাসন পল্লী উদ্বোধন কালে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলকে ঘিরে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটা এলাকায় ইন্টারনেট সার্ভিস এনে দিয়েছি। সবচেয়ে বড় কথা আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উৎক্ষেপণ করেছি। যা আমাদের আর্থসামাজিক উন্নয়নে, জলবায়ুর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করবে। এই স্যাটালাইটের সুবিধা সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব। আমরা একটি আধুনিক সোনার বাংলা গড়ে তুলতে চাই, যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত দেশ। জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব ২০২০ সালে। ২০২০ থেকে ২০২১ সালকে আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব ২০২১ সালে।
প্রধানমন্ত্রী সুধী সমাবেশে পৌঁছালে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান সাগর দিশা ও ইসরাত জাহান আদরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে রবন করে নেয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের ঠিকানা আবাসন পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। আবাসনের ঘরগুলো পরিদর্শন শেষে সেখানে নারিকেল গাছের চারা রোপণ এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সাথে কুশল বিনিময় করেন।
সুধী সমাবেশে বক্তব্য কালে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিশাল সমুদ্রসীমা পেয়েছি। এই সমুদ্র আমরা কাজে লাগাব। পাশাপাশি এই নদীগুলো ড্রেজিং করারও পরিকল্পনা গ্রহণ করেছি। শিক্ষা,খাদ্য,বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে প্রতিটা মানুষকে এক উন্নত জীবন দিবে এটাই ছিল জাতির পিতার এক মাত্র লক্ষ্য। প্রতিটা জনপদকে উন্নত করবে। এই জনপদের প্রতিটা মানুষ সুন্দর জীবন পাবে। প্রতিটা গ্রামকে সুন্দরভাবে সাজাবেন। জাতির জনক কোন রাজধানী বা কেন্দ্রভিত্তিক কল্পনা করেনি। একেবারে তৃনমূলের মানুষের যেন উন্নয়ন হয় সেই পরিকল্পনাই তিনি করেছিলেন।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ৭৫’র পর ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী উপদেষ্টা এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়েছিলেন। তারাই ক্ষমতায় ছিল। সেই পরিবেশে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমি দেশ ফিরে সারা বাংলাদেশ ঘুরেছি। আপনাদের এইসব এলাকাও ঘুরেছি। এই দক্ষিণ অঞ্চলটা সবসময় অবহেলিত ছিল। অথচ এখানে যে বিশাল সম্ভাবনা ছিল ক্ষমতা দখলকারীরা কখনোই তা দেখেনি। ৯৬ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই আমারা শুরু করেছি এই অঞ্চলের সার্বিক উন্নয়ন। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০ হাজার মেগাওয়াটে বিদ্যুৎ বৃদ্ধি করেছি। প্রতিটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, গড়ে উঠবে অনেক কলকারখানা। উন্নয়ন করতে গিয়ে কোন মানুষ যেন কষ্ট না পায় সে দিকে লক্ষ রেখেই জমির তিনগুণ দাম দিয়েছি। ইতিমধ্যেই ১৩০টি পরিবারকে ঘর করে দিয়েছি।
দক্ষিণাঞ্চলে নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি যান্ত্রিকিকরন করব। এখানে এলমজি টার্মিনাল করে দিব। নৌ ঘাটি নির্মাণ করছি। সেনানিবাস তৈরি করে দিচ্ছি। বিমান বাহিনীর একটি ঘাটি তৈরি করে দিচ্ছি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য একটা দ্বীপ খুঁজছি।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, চিপহুইপ আসম ফিরোজ এমপি, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ উপদেষ্টা ড. তৌফিক এলাহি চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দিপু , বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, স্থানীয় সাংসদ মাহবুবুর রহমান এমপি, বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায় কাউস, নৌপরিবহন মস্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ