Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলির গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১:১০ পিএম

লিস্তিনের গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির ৩১তম শুক্রবারে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভে আরও আহত হয়েছেন ১৭০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানান, নিহতরা হলেন মোহাম্মদ আব্দুল নাব্বি, নাসের আবু তায়েম, আহমেদ আবু লেবদা, আয়েশ শাথ ও নাসের আবু তিম।

বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি গুলির প্রতিবাদে হামাস ১৪ টি রকেট নিক্ষেপ করেছে। এগুলোর মধ্য ১০টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী।

১১ বছর ধরে গাজায় ইসরাইলি অবরোধ ও নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে গাজায় ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে।

মার্চে শুরু হওয়া এই বিক্ষোভে এপর্যন্ত অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরাইলি গুলিতে। এ সময়ে ইসরাইলি সেনাদের ছোড়া তাজা গুলিতে অন্তত ২২ হাজার ৮৯৭জন আহত হন।

এদিকে, শুক্রবার ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। চিকিৎসাকর্মীরা নিহতের নাম ওথমান লাদাদওয়া বলে জানিয়েছেন। তাকে পেছন থেকে গুলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ