Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাছাই পর্ব থেকেই বিদায় মেয়েদের!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামলেও চাইনিজ তাইপের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশের মেয়েরা। গতকাল তাজিকিস্তানের রাজধানী দুসানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে চাইনিজ তাইপের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো। তাইপে ম্যাচের দুই অর্ধে দু’টি গোল করে। ম্যাচের ৪৪ মিনিটে প্রথম এবং ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে তারা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। সুযোগ থাকলেও বাংলাদেশ গোল করে আর ম্যাচে ফিরতে পারেনি।
অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ কিংবা অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সঙ্গে সিনিয়র টুর্নামেন্টের পার্থক্যটা বুঝলো বাংলাদেশের মেয়েরা বাছাই পর্বের দুই ম্যাচে। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ২-০ গোলে হারের মধ্যদিয়ে ৯ গোল হজম করলো লাল-সবুজরা।
২৮ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ লড়াই করবে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে। এ ম্যাচ জিতলে অন্তত একটা সান্তনা নিয়ে দেশে ফিরতে পারবে সাফ অঞ্চলে উড়তে থাকা মৌসুমী-মারিয়ারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ