মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুধু একবার ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি এমন দশটি পণ্যের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে বুধবার সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা। ফলে ২০২১ সালের মধ্যে এসব পণ্যের ব্যবহার নিষিদ্ধ হতে পারে। সংসদ সদস্যদের সমর্থন পাওয়ায় ইউরোপীয় কমিশন এখন সদস্য দেশগুলোর সঙ্গে প্রস্তাবনা বাস্তবায়ন নিয়ে কথা বলবে। এত বলা হয়, প্লাস্টিক দিয়ে তৈরি তরল পানীয় পানের স্ট্র, প্লেট, চামচ, কাপ, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’, প্লাস্টিকের হালকা ব্যাগ, ফাস্ট-ফুড বিক্রির সময় দেয়া পলিস্টাইরিনের কনটেনার ইত্যাদি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এ ধরনের পণ্য উৎপাদন করে, তারা বর্জ্য ব্যবস্থাপনার খরচ দিয়ে সহায়তা করবে এবং এসব পণ্য ব্যবহারে পরিবেশের যে দূষণ হয় সে সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কাজ করবে। ২০২৫ সালের মধ্যে একবার ব্যবহার হয় এমন ৯০ শতাংশ প্লাস্টিকের পানীয় বোতল সংগ্রহ করতে সদস্যরাষ্ট্রগুলোর ডিপোজিট ব্যবস্থা চালু করা উচিত। মাসিকের প্যাড, ভেজা পরিষ্কারক কাগজ, বেলুন ইত্যাদি ব্যবহারের পর ক্রেতারা সেগুলো কীভাবে ফেলবেন সেই নির্দেশনা থাকতে হবে। একবার ব্যবহার হয় এমন পণ্য ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সদস্য রাষ্ট্রগুলো কাজ করবে। ইউরোপীয় কমিশন বলছে, মাত্র এক-তৃতীয়াংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকল করা হয়। বাকিগুলোর বেশিরভাগই সাগরে গিয়ে পড়ে, যা মাছসহ সাগরের অন্যান্য প্রাণীর জন্য হুমকি হয়ে উঠেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।