Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিগম্বর কর্মসূচি পালন করবে কলকাতার বাস মালিকরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আন্দোলনের ধরন বদলে দিয়ে দিগম্বর কর্মসূচি পালন করবে কলকাতা শহর এবং জেলার বাস মালিকরা। চলতি মাসের শেষ তিনদিন স্কুল ও অফিস টাইমে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকদের বিভিন্ন সংগঠন। তারপর কলকাতার রাস্তায় দিগম্বর মিছিল করবে তারা। খবরে বলা হয়, ডিজেলের মূল্যবৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে কলকাতার রাস্তায় বস্ত্রহীন (দিগম্বর) মিছিল করবেন বাসমালিকরা। ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বাড়ানোর দাবিতে এবার আর বন্ধের হুমকি নয়, অভিনব আন্দোলনের পথে বাস মালিকরা। ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর শুধুমাত্র অফিস ও স্কুল টাইমে বাস চালাবেন বাস মালিকরা। তিনদিনের ‘গো স্লো ট্রিপ’-এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারকে বার্তা দিতে চাইছেন তাঁরা। এরপর ১ নভেম্বর কলকাতার রাস্তায় বস্ত্রহীন ভাবে হাঁটবেন বাস মালিকরা। বন্্ধ ডাকলে সরকার রক্তচক্ষু দেখায়, তাই আন্দোলনের পথ বদলেছে বাস মালিকদের সংগঠনগুলো। মিনিবাস মালিকদের সংগঠন আপাতত এই আন্দলনকে নৈতিক সমর্থন করলেও তাতে অংশ নেবে না। এর আগে ভাড়াবৃদ্ধি বা ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেই বনধ ডাকতেন বাস মালিকরা। তারপর মন্ত্রী পর্যায়ের বৈঠক হত। উঠে যেত বাস ধর্মঘট। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারন সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুটি ট্রিপ চলবে। তৃতীয় ট্রিপে কোনও লাভ হয় না। কিন্তু আমরা গাড়ি বন্ধ করতে চাই না। আমরা বনধও চাইছি না। আমরা বনধের বিরুদ্ধে। মানুষকে অসুবিধার মধ্যে ফেলতে চাই না। তাই যাত্রী সাধারণ ও স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৩টে থেকে ৭টা পর্যন্ত বাস চলবে।” ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিগম্বর কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ