Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএসইতে মন্দা অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

শেয়ার বাজারের মন্দাভাব থামছেই না। টানা কয়েক সপ্তাহের মতো গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের (২১ থেকে ২৫ অক্টোবর) মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। যার প্রভাব পড়েছে মূল্য সূচক ও লেনদেনে। ফলে দরপতনের কারণে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সপ্তাহজুড়ে বড় অঙ্কের বাজার মূলধন হারানোর পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। পাল্লা দিয়ে কমেছে সবকটি মূল্য সূচক।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৫৬৮ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮৮ হাজার ৯৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪২৮ কোটি টাকা।
এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯৯ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৮৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫৩ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ।
অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় কমেছে ২০ দশমিক শূন্য ১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২৯ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ।
আর ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১৯ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২২ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৬৩টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫১০ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১০০ কোটি ৬৮ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ।
আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫৫০ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৫০৩ কোটি ৪১ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ।
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৫ দশমিক ১২ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৩ দশমিক ৬১ শতাংশ ‘বি’ক্যাটাগরিভুক্ত, ৮ দশমিক ৭৫ শতাংশ ‘এন’ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের এবং ২ দশমিক ৫২ শতাংশ ‘জেড’ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার। কোম্পানিটির ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৮ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৪২ শতাংশ। ৬৮ কোটি ৭৯ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স।
লেনদেনে এরপর রয়েছে- ড্রাগন সোয়েটার, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বিবিএস কেবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ